শেয়ার বিজ ডেস্ক: কাতারের বার্তা সংস্থার (কিউএনএ) ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঘটনায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে দোহা। দেশ দুটির বিরুদ্ধে ‘পাইরেসি’র অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারের অ্যাটর্নি জেনারেল বিন ফেতাইস আল মারি নিউইয়র্কে এ ঘোষণা দেন। তার দাবি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যে হ্যাকিংয়ের ঘটনায় জড়িত তা আন্তর্জাতিক তদন্ত দল প্রমাণ করতে পেরেছে। খবর মিডল ইস্ট মনিটর।
গত বছরের মে মাসের শেষদিকে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) এবং সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়।