সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের সেতুবন্ধ রচনায় প্রতি বছরের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে ২০২৩ সম্প্রতি অনুষ্ঠিত হয় ঢাকার আশুলিয়া এজিস গ্রাউন্ডে। দিনব্যাপী খেলাধুলাসহ আনন্দমুখর পরিবেশে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের রূপসী ফ্যাক্টরি এবং হেড অফিসের কর্মকর্তা ও পরিবার নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন পরিণত হয় প্রাণের উৎসবে। সপরিবারে আনন্দের এই মিলনমেলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রূপসী প্লান্টের প্রবীণতম কর্মকর্তা মনজুর রহমান। আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাইদ, ডিরেক্টর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট গোলাম কিবরিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
