Print Date & Time : 8 July 2025 Tuesday 2:49 am

স্কয়ার ফার্মার দুই পরিচালকের ৩০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির দুইজন অন্যতম পরিচালক কোম্পানির মোট ৩০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১০ মার্চ, ২০২৫ তারিখে প্রচারিত ঘোষণার ভিত্তিতে কোম্পানির ১৫ লাখ শেয়ার ক্রয় করেছেন।

অপরদিকে, পরিচালক মিসেস রত্না পাত্র ১২ মার্চ, ২০২৫ তারিখে প্রচারিত ঘোষণার আলোকে কোম্পানির আরও ১৫ লাখ শেয়ার ক্রয় করেন।

উল্লেখ্য, এই দুই পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।