Print Date & Time : 5 September 2025 Friday 3:30 am

স্কুলগেট ভেঙে ছাত্র নিহত

প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম শ্রাবণ দেওয়ান (৬)। সে খাগড়াছড়ি পৌরসভার নারায়ণ খাইয়া এলাকার প্রণয় দেওয়ানের ছেলে। শ্রাবণ প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সকালে শ্রাবণ তার মায়ের সঙ্গে স্কুলে যায়। ভেতরে ঢোকার সময় হঠাৎ গেট ভেঙে তার গায়ের ওপর পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মো. আরিফুর রহমান।