প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের স্কুলছাত্র নাহিদ হাসান মৃদুল (১৭) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৪ সালের ১৯ জুন এ হত্যাকাণ্ড ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রুবেল মণ্ডল (২১)। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছালাম মণ্ডলের ছেলে। এ হত্যা মামলার তিনি দুই নম্বর আসামি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনÑরাজবাড়ী সদর উপজেলার কামালদিয়াকান্দি গ্রামের খলিল মণ্ডলের ছেলে রাফিজুল মণ্ডল (২৬), বড়মুরারীপুর গ্রামের হান্নান সরদারের ছেলে পিয়ারুল (২১), কালুখালী উপজেলার বাস্তেখোলা গ্রামের মো. মাছেমের ছেলে রায়হান (২১) ও রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের টাবলুর ছেলে পিয়াল (২০)।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ার এলেম (২২) ও ফরিদ (২৭) নামের দুজনকে বেকসুর খালায় দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মৃদুলকে রেল গ্যারেজের ভেতরে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় ২১ জুন নিহত নাহিদের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয় সাতজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এই দণ্ডাদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী নেকবর হোসেন মনি বলেন, আদালত থেকে আমরা ন্যায়বিচায় পাইনি। উচ্চ আদালতে আপিল করব। সেখান থেকে ন্যায়বিচার পাব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি উজীর আলী শেখ বলেন, স্কুলশিক্ষার্থী মৃদুল হত্যায় আসামিরা দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সব আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠিত হয়। দীর্ঘদিনের সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।