Print Date & Time : 30 August 2025 Saturday 1:15 am

স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে তাপস কুমার বিষ্ণু (৫৬) নামের এক স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোবাবর সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তিনি উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ও একই উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।

চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ জানান, শিক্ষক তাপস কুমার বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে সবার অগোচরে বেরিয়ে যান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। সকালে ঈশ্বরবা গ্রামের মাঠে ইরি ধানের জন্য প্রস্তুত করা জমির কাদার মধ্য থেকে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ঘটনাস্থলে যাওয়া কালীগঞ্জ থানার এসআই অজিবর রহমান জানান, ঘটনাস্থলের সিমটম দেখে মনে হচ্ছে প্রচণ্ড শীতে কাদা পানির মধ্যে পড়ে মারা যেতে পারে।

 কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।