Print Date & Time : 5 August 2025 Tuesday 3:00 am

স্কুল বন্ধে ঘুরতে যাওয়া দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ওমিক্রনের দাপটে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রভাব প্রতিরোধে দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে এ সুযোগে ছেলেমেয়েদের নিয়ে অনেক অভিভাবক ঘুরতে বের হচ্ছেন জানিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘স্কুল বন্ধ। কিন্তু (অভিভাবকরা) ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে যাচ্ছেন, এটা দুঃখজনক।’

গতকাল রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা কক্সবাজার যাচ্ছি, মেলায় যাচ্ছি… একদিকে অর্ধেক লোকবল দিয়ে দপ্তর চালাচ্ছি, অন্যদিকে বাইরে ঘোরাঘুরি করছি, ঢাকার বাইরে চলে যাচ্ছি।’ অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়ারও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

ওমিক্রনকে ‘মৃদু বলে উড়িয়ে দেয়া যাবে না’ হুশিয়ারি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ওমিক্রন ঊর্ধ্বমুখী, প্রতিদিন এখন ১০ থেকে ১৫ হাজার আক্রান্ত হচ্ছে। আক্রান্তের হার ১৫ থেকে ২০ গুণ বেড়েছে। আক্রান্তের হার যেহেতু বেড়েছে, মৃত্যুর হারও বাড়বে, ইতোমধ্যে মৃত্যুর হার ৪ গুণ বেড়েছে। লাগাম টেনে না ধরলে সামনে আরও বাড়বে। আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।’

ওমিক্রন আসার পর থেকে হাসপাতালে রোগী বাড়ছেÑজানিয়ে সামনে আরও বেশি রোগীর আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ভ্যাকসিন দিচ্ছি, তাতে মৃত্যুর হার কম আমাদের। আমাদের দেশে হয়তো আক্রান্তের সংখ্যা আরও বেশি; কারণ সবাই পরীক্ষা করে না। আমার ধারণা, আক্রান্তের সংখ্যা আরও বেশি।’ এর কারণ হিসেবে ‘বেপরোয়া চলাফেরাকে’ দায়ী করেন জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।