Print Date & Time : 3 August 2025 Sunday 8:47 pm

স্টুডিও থিয়েটার হলে ‘চিত্রাঙ্গদা’

শোবিজ ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামী রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে স্বপ্নদলের আলোচিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। এটি নাটকটির ৫৫তম মঞ্চায়ন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

নাটকটির গল্প এমনÑমহাবীর অর্জুন সত্যপালনের জন্য এক যুগ ব্রহ্মচার্যব্রত গ্রহণ করে মণিপুর বনে আসেন। স্থানীয় রাজকন্যা চিত্রাঙ্গদা তার প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবার চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্ব›েদ্ব ক্ষতবিক্ষত হতে থাকেÑঅর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে?

এভাবে পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয় ‘চিত্রাঙ্গদা’। একইসঙ্গে এতে প্রকাশিত হয় সেই অনিবার্য সত্যÑবাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যবান নারী-পুরুষের চারিত্রিক শক্তি, এটিই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, রানা, সামাদ, জেবু, শাওন, সম্রাট, ঊষা, তানিয়া, অপু, সুমাইয়া, সুকুমার, অনিন্দ্য, বিপুল, আলী, বিমল প্রমুখ।