Print Date & Time : 11 September 2025 Thursday 1:16 am

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের সমাপনী মার্চে

আগামী মাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের চতুর্থ আয়োজন শেষ হতে যাচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড, ২০২২’ গত বছরের আগস্টে শুরু হয়। এবার ১০টি ক্যাটেগরিতে ৪৯৩টি আবেদন জমা পড়ে। গতকাল জুরি বোর্ডের এক সভায় এ কথা জানানো হয়। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের সভাপতিত্বে জুরি বোর্ডে সদস্য ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবির এবং এফএও’র ন্যাশনাল জেন্ডার অ্যান্ড স্যোশিও ইকোনমিক অ্যানালিস্ট জাকিয়া নাজনীন। বিজ্ঞপ্তি