স্ট্যান্ডার্ড চার্টার্ড ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি

বাংলাদেশে প্রথম বহুজাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফের সঙ্গে। চুক্তির আওতায় ব্যাংক তার গ্রাহকদের কাছে মেটলাইফের বিমা সেবা বিক্রি করতে পারবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘বাংলাদেশে শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম তৈরি করে ব্যাংকিং সেক্টরের গ্রাহকদের আরও আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যতের জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।’ মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ বলেন, ‘এ পদক্ষেপ দেশের মানুষের ক্রমপরিবর্তনশীল চাহিদা এবং বিমা শিল্পে আস্থা বৃদ্ধির জন্য আমাদের নেয়া বিভিন্ন উদ্যোগের অংশ।’ বিজ্ঞপ্তি