ইউনেসকো স্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ দিনটির সম্মানে ৭ মার্চ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে দিনব্যাপী দুটি ক্যারাভ্যানের মাধ্যমে মাইকে ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যারাভ্যান দুটি দুই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে ওই কার্যক্রম পরিচালনা করে। ভাষণ প্রচারের পাশাপাশি ক্যারাভ্যান থেকে শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়। রাজধানীর গুলশান-২ অঞ্চলে ব্যাংকটির গুলশান শাখার সামনে কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি
