স্ট্যান্ডার্ড ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যাংকের সব শাখা ও প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সভায় অনলাইনে যুক্ত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক এম. লতিফ হাসান, এসবিএল ইসলামী ব্যাংক কনভারশন প্রজেক্টের কোঅর্ডিনেটর মো. মোহন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি