স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গত শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে দিনব্যাপী বার্ষিক ঝুঁকি সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের পরিচালক মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ। সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক এম লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. মোহন মিয়া, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান এবং সহকারী পরিচালক উম্মে উশামা ফারজানা ফাতেমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সিএফও মো. আলী রেজা। বিজ্ঞপ্তি