স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদ্যাপন

বিশ্ব নারী দিবস পালনের অংশ হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড ব্যাংক সম্প্রতি একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ। প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার নুজহাত আনোয়ার। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের মোট ৩৪০ নারী কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি