পবিত্র মাহে রমজানের সম্মানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে রমজান তাকওয়াহ্ এবং ব্যাংকিং শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন এসবিএল শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. সাইফুল্লাহ। উক্ত সেমিনারে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ও এম লতিফ হাসান, এসবিএল ইসলামী ব্যাংক কনভার্শন প্রজেক্টের কো-অর্ডিনেটর ও হেড অব এসবিএল শরিয়াহ্ সেক্রেটারিয়েট মো. মোহন মিয়া প্রমুখ অনলাইনে যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি
