স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের জন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স প্রদানের লক্ষ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্রগতি লাইফ ইন্সুরেন্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ এবং প্রগতি লাইফ ইন্সু্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এম জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে চৌধুরী, ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আলী রেজা এবং প্রগতি লাইফের ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ সাদিসহ উভয় সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
