ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ ও সেবার পরিসর বাড়াতে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক চারটি নতুন আমানত স্কিম চালু করেছে। পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং নীতিমালায় পরিচালিত এ ডিপোজিট প্রোডাক্টগুলো হলো নবাবিÑমুদারাবা মিলিয়নিয়ার প্লাস, আমিরÑমুদারাবা কোটিপতি প্লাস, সহজেই দ্বিগুণÑমুদারাবা ডাবল স্কিম এবং উপার্জনÑমুদারাবা মাসিক আয়। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আমানত সেবাগুলোর মোড়ক উšে§াচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেনÑউপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহন মিয়া, সিওও মো. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আলী রেজা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 September 2025 Wednesday 12:21 pm
স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে এলো চারটি নতুন ডিপোজিট প্রোডাক্ট
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: