Print Date & Time : 30 August 2025 Saturday 10:17 pm

স্ট্রাইকিং ফোর্স নামলে প্রার্থীদের অস্থিরতা কমে যাবে: ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের মাঠে স্ট্রাইকিং ফোর্স নেমে গেলে প্রার্থীদের অস্থিরতা কমে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে এখন পর্যন্ত ২৫০ জনকে শোকজ করেছে অনুসন্ধান কমিটি। এর মধ্যে ১৫০ জন শোকজের উত্তর দিয়েছেন। আর তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

তিনি বলেন, ‘আইন অনুযায়ী প্রথমে শোকজ ও মামলা হচ্ছে। এতেও কাজ না হলে অথবা আচরণবিধি লঙ্ঘন চরম পর্যায়ে গেলে তখন প্রার্থিতা বাতিল হতে পারে। তাছাড়া নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স নেমে গেলে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পরিস্থিতি অনুকূলে আসবে।’

এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমাদের কাছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে কিছু নেই। আমাদের কাছে আছে গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সংখ্যা বেশি থাকে, আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিছুসংখ্যক কম থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে সমস্যা হলে সেগুলো অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।’