Print Date & Time : 5 September 2025 Friday 9:13 am

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা মো. আব্দুল আওয়াল শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা মো. আব্দুল আওয়ালের কাছে থাকা কোম্পানির মোট ৩৬ লাখ ৬৩০ শেয়ারের মধ্য থেকে তিনি ১৮ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এ উদ্যোক্তা তার স্ত্রী ইয়াসমিন ফেরদৌসকে স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে এই শেয়ার দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসই’র অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন মো. আব্দুল আওয়াল। এখানে উল্লেখ্য, মো. আব্দুল আওয়ালের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

এদিকে কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি সর্বমোট সাত শতাংশ লভ্যাংশ দিয়েছে।