Print Date & Time : 12 August 2025 Tuesday 2:04 pm

স্থগিত হওয়া এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা ৩০ মে

শেয়ার বিজ ডেস্ক: বৈশ্বিক মহামারিকরোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া ২০২০ সালের নভেম্বরের নতুন সিলেবাস এবং এ বছর জানুয়ারি মাসের পুরোনো সিলেবাসের এমবিবিএস চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা আগামী ৩০ মে থেকে অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের ২০২০ সালের নভেম্বরের নতুন সিলেবাস ও এ বছর জানুয়ারি মাসের পুরনো সিলেবাসের লিখিত পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। ৩০ মে থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা আগামী ১০ জুন পর্যন্ত চলবে।

প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা একটায় শেষ হবে।