স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ

ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) পরিকল্পিত এলাকায় ফ্লোর এরিয়া রেশিওর (ফার) বিষয়ে কোনো সংকট থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে বলে জানিয়েছেন ড্যাপ রিভিউ মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে রিহ্যাব নেতারা সচিবালয়ে তার সঙ্গে দেখা করলে তিনি এ কথা বলেন। এ সময় রিহ্যাবের প্রথম সহসভাপতি কামাল মাহমুদ, সহসভাপতি (অর্থ) মোহাম্মদ সোহেল রানা ও ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি