নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তাই রোববার, মঙ্গলবার ও বুধবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের ছাড়া (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ব্যতীত) অন্য বিনিয়োগকারীদের জন্য। আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।
এদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ১৩ পয়সা (লোকসান)। আর প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ১২ পয়সা, আগের বছর একই সময় ছিল দুই টাকা ২৮ পয়সা (লোকসান)।