Print Date & Time : 29 July 2025 Tuesday 10:32 am

স্পট মার্কেটে যাচ্ছে ইভিন্স টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ইভিন্স টেক্সটাইল লিমিটেডের শেয়ার আগামী রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১২ অক্টোবর। তাই আগামী রবি ও সোমবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

উল্লেখ্য, বস্ত্র খাতের কোম্পানিটি ইভিন্স গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে ইভিন্স টেক্সটাইলস কর্তৃপক্ষ। আগামী ৬ নভেম্বর (শনিবার) বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। একই দিনে ক্রেডিটরদের সাথে বৈঠক করবে কোম্পানিটি। ওইদিন বিকালে নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ মে ইভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের এক বৈঠকে ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। সে আলোকে হাইকোর্টের কাছে অনুমতি চেয়ে আবেদন করলে গত ২৩ আগস্ট আদালত অনুমতি দেন।

৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময়ে ইপিএস হয়েছে ২০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সা। এর আগে ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ও দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময়ে ইপিএস হয়েছে এক টাকা সাত পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৫ টাকা ৩২ পয়সা।

‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৮২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫২ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৮ কোটি ২৯ লাখ ৫২ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ২০ দশমিক ৪৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।