স্পট মার্কেটে যাচ্ছে এনভয় টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেডের শেয়ার আজ সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম)-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ১৩ এপ্রিল বুধবার। তাই আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

মূলত কোম্পানিটির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের কিছু নিবন্ধ পরিবর্তন এবং সন্নিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আর এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। আর এই ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।