নিজস্ব প্রতিবেদক: ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন লিমিটেড আজ থেকে স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
সূত্র জানায়, রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী বুধবার। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ আজ ও আগামীকাল কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
কোম্পানির পরিচালনা পর্ষদ এদেশে ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এ সিদ্ধান্তটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৪ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের স্থান পরে জানানো হবে। তবে গ্ল্যাক্সোর কনজিউমার হেলথকেয়ার ব্যবসা এদেশে অব্যাহত থাকবে। ফার্মাসিউটিক্যাল ব্যবসা বন্ধের কোনো প্রভাব তাতে পড়বে না।
