নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড ও প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শেয়ার আজ বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানি দুটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১৪ মার্চ সোমবার। তাই আজ বৃহস্পতিবার ও আগামী রোববার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস: ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল। ঘোষিত ওই লভ্যাংশ গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। কিন্তু বোনাস লভ্যাংশ চূড়ান্ত করার আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের প্রয়োজন হয়। সম্প্রতি কোম্পানিটির সুপারিশকৃত বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বিএসইসি। অনুমোদিত বোনাস শেয়ারের জন্য আগামী ১৪ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
প্যাসিফিক ডেনিমস: ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল। ঘোষিত ওই লভ্যাংশ গত বছরের ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। সম্প্রতি কোম্পানিটির সুপারিশকৃত বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বিএসইসি। অনুমোদিত বোনাস শেয়ারের জন্য আগামী ১৪ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।