নিজস্ব প্রতিবেদক : স্পট মার্কেটে যাচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী বুধবার। আর রেকর্ড ডেটের আগের দুই কার্যদিবস অর্থাৎ আজ ও আগামীকাল এই শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৯ অক্টোবর সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) গুলনকশা হল, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, কুড়িল বিশ্বরোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।
গতকাল এ শেয়ারটির দর এক দশমিক ৬০ শতাংশ বা ৯০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫৫ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৫ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ৩১ হাজার ৮১৩টি শেয়ার মোট ৮০ বার হাতবদল হয়, যার বাজারদর ১৭ লাখ ৭৫ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৫০ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৯ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৫০ টাকা ৬০ পয়সা থেকে ৬৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সুহƒদ ইন্ডাস্ট্রিজ : পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তনের বিষয়টি বিনিয়োগকারীদের অনুমোদনের লক্ষ্যে আগামী ৫ অক্টোবর বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে।
আগামী ৫ অক্টোবর সকাল ১১টায় গাজীপুর কোনাবাড়ীর বাইমাইলে কোম্পানিটির কারখানা প্রাঙ্গণে ইজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর। আর এ রেকর্ড ডেটের আগে আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।
গতাকাল শেয়ারদর তিন দশমিক ৬৪ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৭ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৭ টাকা ৭০ পয়সা।