নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের কারণে স্পট মার্কেটে যাচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী মঙ্গলবার। তার আগের দুই কার্যদিবস অর্থাৎ আগামী রোববার ও সোমবার শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। আর রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোশ্যাল ইসলামী ব্যাংক: ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৮ পয়সা এবং শেয়াপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ২১ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে তিন টাকা ১০ পয়সা ও ১৯ টাকা ২২ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন বেলা ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৬ পয়সা, যা আগের বছর ছিল ১০ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ২৬ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ১৯ টাকা ৩৩ পয়সা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: সদ্যসমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে এক টাকা ৪৩ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে ৯৯ পয়সা ও ১৩ টাকা চার পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৯ জুন সকাল ১০টায় রাজধানীর গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে এজিএম অনুষ্ঠিত হবে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১৭ পয়সা, যা আগের বছর ছিল ১৮ পয়সা। অর্থাৎ ইপিএস এক পয়সা কমেছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ১৩ টাকা ২১ পয়সা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স: ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে তিন টাকা ৪৩ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৪১ টাকা ৭১ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ৫৫ পয়সা ও ৩১ টাকা ৬০ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৭ জুন বেলা ১১টায় রাজধানীর গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেডে অনুষ্ঠিত হবে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে এক টাকা দুই পয়সা পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮৬ পয়সা। অর্থাৎ ইপিএস ১৬ পয়সা বেড়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ৪০ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৩৫ টাকা ৫৯ পয়সা।
ট্রাস্ট ব্যাংক: সদ্যসমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে তিন টাকা ১৪ পয়সা এবং এনএভি হয়েছে ২২ টাকা ৪০ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে তিন টাকা ৬২ পয়সা ও ২০ টাকা ৬৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন জন্য আগামী ২৩ জুন বেলা ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরোনো বিমানবন্দর সড়ক, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা কেন্টনমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৮৩ পয়সা পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা পাঁচ পয়সা। অর্থাৎ ইপিএস ২২ পয়সা কমেছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ২৩ টাকা ২৫ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২১ টাকা ৭০ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ: ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে এক টাকা ৪৪ পয়সা এবং এনএভি হয়েছে ১৩ টাকা ৮১ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৪৫ পয়সা ও ১৩ টাকা ৬১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন জন্য আগামী ১৪ জুলাই বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএমের স্থান পরে জানিয়ে দেওয়া হবে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৪২ পয়সা পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৫ পয়সা। অর্থাৎ ইপিএস সাত পয়সা বেড়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ১৩ টাকা ৮১ পয়সা।
