নিজস্ব প্রতিবেদক : প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রোববার থেকে স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
সূত্র জানায়, লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী মঙ্গলবার। এর আগে দুই কার্যদিবস অর্থাৎ আগামী রোববার ও সোমবার স্পট মার্কেটে শেয়ার লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে দুই টাকা ১৭ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ২৬ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৮২ পয়সা ও ১৬ টাকা ৩৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৯ মার্চ ২০১৮ বেলা ১১টায় ঢাকা ক্লাব লিমিটেড, রমনা, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।