নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড আজ থেকে স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ৯ জুন। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ আজ ও কাল কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ জুন সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত গলফ গার্ডেনে (আর্মি গলফ ক্লাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুন।
ওই সময় কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় তিন টাকা তিন পয়সা এবং ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ২৩ টাকা ১৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে তিন টাকা ৪৫ পয়সা ও ২০ টাকা ৫১ পয়সা।
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৮৮ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৪ টাকা ১০ পয়সা। ওইদিন কোম্পানিটির ৩৯ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে এক লাখ ১৬ হাজার ৫৭০টি শেয়ার মোট ১০০ বার হাতবদল হয়। ওইদিন শেয়ারদর সর্বনিন্ম ৩৩ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ২৮ টাকা থেকে ৪০ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।
৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা তার আগের বছরের চেয়ে দুই দশমিক পাঁচ শতাংশ কম। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৮৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা আট পয়সা। এটি আগের বছর ছিল যথাক্রমে তিন টাকা ৩০ পয়সা ও ২২ টাকা ১৫ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল ১৯৮ কোটি তিন লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছর ছিল ১৪৬ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা। ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৭৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৫৭ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৩৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৮ দশমিক এক শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৩ দশমিক ৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৮ দশমিক ৬০ শতাংশ শেয়ার।

Print Date & Time : 29 July 2025 Tuesday 11:50 pm
স্পট মার্কেটে যাচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
পত্রিকা ♦ প্রকাশ: