Print Date & Time : 8 July 2025 Tuesday 7:48 pm

স্পট মার্কেটে যাচ্ছে ম্যারিকো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার আগামীকাল রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। তাই আগামী রোববার ও সোমবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর এ জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২২ টাকা ৬৮ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ টাকা আট পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৭৯ টাকা ৩৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮২ টাকা চার পয়সা। এছাড়া প্রথম তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১০১ টাকা ৭৫ পয়সা।

এর আগে ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য মোট ৯০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ টাকা ৬৯ পয়সা এবং ৩১ মার্চ, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৫ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১০৫ টাকা ৫৫ পয়সা। কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১০৯ কোটি ৪৪ লাখ টাকা। ম্যারিকোর মোট তিন কোটি ১৫ লাখ শেয়ার রয়েছে।