নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ার আগামী সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১৪ জুলাই বুধবার। তাই আগামী সোমবার ও মঙ্গলবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
এদিকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৩৮ পয়সা ও ৪১ টাকা ১৪ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২০৬ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরে ছিল ৭৫ টাকা ৩১ পয়সা লোকসান। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৮ আগস্ট বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই।
কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৭০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪১৪ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬০৯ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ৪১ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৬৩৩টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে সরকারি ৯০ দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক চার দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি চার দশমিক ৯১ শতাংশ শেয়ার।
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে শূন্য দশমিক ৮৫ শতাংশ বা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। দিনজুড়ে তিন লাখ ৯ হাজার ৯২১টি শেয়ার মোট ৩০৩ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি আট লাখ টাকা।