Print Date & Time : 15 August 2025 Friday 12:23 pm

স্পট মার্কেটে যাচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার আজ মঙ্গলবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর। তাই আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

কোম্পানিটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ নগদ ও দুই শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় বার্সিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

এর আগে ২০১৯ সালে ১২ শতাংশ নগদ ও দুই শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর তিন দশমিক ৬৪ শতাংশ বা তিন টাকা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৮৪ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৪ টাকা ৬০ পয়সা। দিনজুড়ে সাত লাখ ৭৩ হাজার ৫২০টি শেয়ার মোট এক হাজার ২৯২ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৮৪ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৮ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ৪২ টাকা ৩০ পয়সা থেকে ৯৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত

মূলধন ২৯ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট দুই কোটি ৯৪ লাখ ২৫ হাজার ৭২৩টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে

প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের ৩২ দশমিক শূন্য সাত শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ১৪ দশমিক শূন্য আট শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।