Print Date & Time : 7 July 2025 Monday 11:56 pm

স্পট মার্কেটে যাচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজ থেকে স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী বৃহস্পতিবার। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ আজ ও কাল কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ আগস্ট।
এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর ৩ দশমিক ১৭ শতাংশ বা এক টাকা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫১ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে চার লাখ ৪৪ হাজার ৮৯৭টি শেয়ার মোট ৭০৭ বার হাতবদল হয়, যার বাজারদর দুই কোটি ৩২ লাখ ২৭ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৫১ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৩ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ৩৭ টাকা ৭০ পয়সা থেকে ১১২ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।