স্পট মার্কেটে যাচ্ছে সানলাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজ থেকে স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্র জানায়, কোম্পানিটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর। এর আগে আজ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ দিচ্ছে না। বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাওয়া কনভেনশন হল, দ্বিতীয় তলা, ভিআইপি রোড, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে।

গতকাল শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ২১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২১ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ৩০ হাজার ৯০২টি শেয়ার মোট ৫৭ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় লাখ ৬৮ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ২১ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়।