Print Date & Time : 28 August 2025 Thursday 9:16 am

স্পিকারকে সরাতে রিপাবলিকান এমপি’র প্রস্তাব

শেয়ার বিজ ডেস্ক: আমেরিকায় হাউসের স্পিকার ম্যাকার্থিকে সরাতে প্রস্তাব আনলেন তার দলেরই এক সংসদ সদস্য। ম্যাকার্থির বিরুদ্ধে প্রস্তাবটি এনেছেন ম্যাট গেইটজ। তিনি রিপাবলিকান পার্টির কট্টরপন্থী সদস্য। তার অভিযোগ, ম্যাকার্থি নিজের দলের স্বার্থ দেখছেন না, তিনি বরং ডেমোক্র্যাটদের কর্মসূচিকে সমর্থন করছেন। ম্যাকার্থি সরকারকে বাঁচাতে ‘বাজেট-ডিল’ করেছেন। খবর: ডয়চে ভেলে।

ম্যাট গেইটজ হলেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থক এবং দীর্ঘদিন ধরে তিনি ম্যাকার্থির কট্টর বিরোধী। তিনি অভিযোগ করেছেন, ম্যাকার্থি ডেমোক্র্যাটদের চাপের কাছে নতিস্বীকার করেছেন।

গেইটজ আগেও ম্যাকার্থির বিরুদ্ধে প্রস্তাব আনার হুমকি দিয়েছিলেন। সপ্তাহান্তে ম্যাকার্থি ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট ডিল হওয়ার পর তিনি এবার সত্যিই প্রস্তাব এনেছেন।

রিপাবলিকান দলের রক্ষণশীল সদস্যরা এই বাজেট ডিলের বিরোধী। তারা ইউক্রেনকে আর অর্থসাহায্য করার বিরোধী এবং তারা মনে করেন, বাজেট বাড়ানো উচিত নয়, বরং খরচ কমানো উচিত।

গেইটজ জানিয়েছেন, তিনি জানেন এই প্রস্তাব অনুমোদিত হবে না। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা চাইলে ম্যাকার্থিকে তাদের দলে নিয়ে নিতে পারে। আমার একটাই স্বস্তি, আমি এটা স্পষ্ট করে দিয়েছি ম্যাকার্থির বোঝা বইতে আমরা আর রাজি নই।

এই প্রস্তাব যদি পাস হয়, তাহলে ম্যাকার্থিই হবেন আমেরিকার ইতিহাসে প্রথম স্পিকার যিনি পদে থাকার সময় অপসারিত হবেন।

আর দুই দিনের মধ্যে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে। এখনও এটা স্পষ্ট নয়, এই প্রস্তাব খারিজ করার জন্য ম্যাকার্থির ডেমোক্র্যাটদের সাহায্য দরকার হবে কি না।

গেইটজের চালে রিপাবলিকান পার্টির এমপি’রাও কিঞ্চিত অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। তবে এই ভোটাভুটি থেকে একটা বিষয়ও স্পষ্ট হতে পারে, দলের এমপিদের মধ্যে কতজন ট্রাম্পের পক্ষে।