নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কারখানায় স্পিনিং ইউনিটের সমপ্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এজন্য আনুমানিক ১৭৬ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ করবে এনভয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির কারখানায় প্রতি বছর আনুমানিক তিন হাজার ৭১০ মেট্রিক টন কটন-পলিয়েস্টার-স্প্যানডেক্স কোর-স্পিন সুতার উৎপাদন ক্ষমতাসম্পন্ন স্পিনিং প্রকল্প সমপ্রসারণ ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্পে তাদের ব্যয় হবে ১৭৬ কোটি ১৯ লাখ টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রকল্পটি ২০২২ সালের জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটিতে অত্যাধুনিক রিং স্পিনিং উৎপাদন সুবিধাসহ সব ইউরোপীয় এবং জাপানি মেশিনারিজ স্থাপন করা হবে। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে কোম্পানির সংরক্ষিত আয় থেকে ৫৬ কোটি ১৯ লাখ টাকা আর বাকি বাকি ১২০ কোটি টাকা ব্যাংক ঋণের মাধ্যমে যোগান দেওয়া হবে। প্রকল্পটির ঋণ-মূলধন অনুপাত প্রায় ৩২:৬৮। সমপ্রসারিত ইউনিটের ৯৮ শতাংশ সক্ষমতা ব্যবহার করা হবে। এর মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ স্থানীয় বাজারের ডেনিমের চাহিদা পূরণে ব্যবহার করা হবে। আর বাকী ৩০ থেকে ৪০ শতাংশ সক্ষমতা রফতানি বাজারের জন্য নির্ধারিত থাকবে। আর প্রকল্পটিতে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে সময় লাগবে সাত বছর।