স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা নৌকার দুই কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি, সাভার: সাভারে সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের একটি নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার দিলখুশাবাগ এবং মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

গ্রেপ্তারকৃতরা হলেন নৌকা মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের কর্মী সাভার উপজেলা হকার্স লীগের কোষাধ্যক্ষ রিপন মিয়া ও সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তৌহিদ জং মুরাদের পৌরসভার মজিদপুরে অবস্থিত অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় রিপন মিয়া, নজরুল ইসলাম, আতাবর রহমান, তারেক বিন ওবায়েদ, জুয়েল শেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করে। এরপর প্রচারণায় ব্যবহƒত মাইকের এমপ্লিফায়ার মেশিন, মাইক্রোফোন ও চেয়ার ভাঙচুর করে এলাকায় ভীতি সৃষ্টি করা হয়। এ ঘটনায় মুরাদ জংয়ের সমর্থক আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় মামলা দায়ের হলে দুই আসামিকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।