শোবিজ ডেস্ক: অন্যতম নাট্য সংগঠন স্বপ্নদল। দলটির আলোচিত প্রযোজনা জাদুর প্রদীপ। আগামী ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে আয়োজিত শারদীয় নাট্যোৎসবে প্রদর্শিত হবে এটি। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে। আরব্য রজনীর অমর আখ্যান আলাদিনের আশ্চর্য প্রদীপ অবলম্বনে এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, আঁচল, জেবু, ঊষা, অন্তর, সবুজ, সম্রাট, অর্ক, সুকুমার, মাসুদ, জাহিদ রিপন, বিপুল, আলী প্রমুখ। এ প্রসঙ্গে নির্দেশক বলেন, আলাদিনের আশ্চর্য প্রদীপের প্রদীপ, আলাদিন, জাদুকর, রাজকন্যা ও দৈত্যনির্ভর কাহিনিটি বিশ্বজুড়ে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদল এটিকে নতুনভাবে তুলে ধরেছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। এছাড়া এ প্রযোজনায় ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক বাংলা মূকাভিনয় রীতি নির্মাণের ব্যবহারিক গবেষণাও অন্যতম উদ্দেশ্য।

Print Date & Time : 14 August 2025 Thursday 9:54 am
স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’
বিনোদন ♦ প্রকাশ: