প্রতিনিধি, নবাবগঞ্জ দিনাজপুর :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে বন্দি রাখা বন্যপ্রাণী উদ্ধারে আজ ২য় ধাপে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, ঢাকা কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানে আজ অবশিষ্ট ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ভাল্লুক ৫ টি, মায়া হরিণ ৫ টি, বানর ১১ টি, সাম্বার হরিন ১৭ টি, রাজধনেশ ৫ টি, সজারু ২ টি, ও ভোদর ১ টি।
ইতোপূর্বে গত ২৬ জানুয়ারি পার্কটিতে ১ম ধাপে অভিযানে ৭৪ টি বন্যপ্রাণী জব্দকরে ৫২ টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসকল প্রাণীর পক্ষে কোন বৈধ কাগজ দেখাতে না পারায় আজ এই অভিযান পরিচালনা করা হয়।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে বন্যপ্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। বন অধিদপ্তরের নির্দেশনা অনুসারে, উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথ পুনর্বাসনের জন্য গাজীপুর ও ডুলাহাজরা সাফারি পার্ক সহ বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে হস্তান্তর করা হবে।
অভিযান পরিচালনায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জনাব ছানাউল্ল্যা পাটওয়ারী সার্বিক দিক নির্দেশনা দেন। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্রগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন অধিদপ্তর সকল অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে, কোথাও যদি বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রাখার তথ্য থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বন বিভাগ বা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য অনুরোধ করা হলো।