Print Date & Time : 1 September 2025 Monday 11:17 am

স্বয়ংক্রিয় গাড়ির বাণিজ্যিকীকরণ চায় জাপান

শেয়ার বিজ ডেস্ক: জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী ইয়াশুতোশি নিশিমুরা স্বয়ংক্রিয় গাড়ি ও এ-সংক্রান্ত অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির দ্রুত বাণিজ্যিকীকরণে সহায়তা করতে সরকারের সঙ্গে গাড়িশিল্পের উদ্যোক্তাদের নিয়ে আগামী অক্টোবরে আলোচনায় বসতে চান। খবর: এনএইচকে।

জাপান ব্রডকাস্টিং করপোরেশন এনএইচকে জানায়, স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণের বিষয়ে সরকার ও গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আলোচনায় বসতে চান ইয়াশুতোশি।

গত শনিবার ইয়াশুতোশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিতে টয়োটা মোটরের গবেষণা ও উন্নয়ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় নিশিমুরার কাছে উৎপাদন ও নানা সামগ্রীর জন্য ব্যবহƒত টয়োটার সর্বাধুনিক রোবোটিক প্রযুক্তি উন্নয়নের বিষয়ে ব্যাখ্যা করা হয়।

পরে তিনি জানান, বৈশ্বিক মোটরগাড়ি শিল্পের অন্যতম নেতৃস্থানীয় দেশ হিসেবে জাপানের স্বয়ংক্রিয় গাড়ি চালানোর প্রযুক্তিসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির দ্রুত বাণিজ্যিকীকরণের পাশাপাশি এগুলোর বিস্তারে সহায়তার জন্য বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করা উচিত।