স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংক ফুটবল দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর চ্যাম্পিয়ন দল ইউনিয়ন ব্যাংক লিমিটেড স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করে। স্বরাষ্ট্রমন্ত্রী  ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা মানুষের শরীর এবং মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সবার উচিত নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর এবং মনকে সুস্থ রাখা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, কোচ, ম্যানেজার এবং খেলোয়াড়রা। বিজ্ঞপ্তি