স্বর্ণ চোরাচালানে বছরে ৭৩ হাজার কোটি টাকা পাচার : বাজুস

নিজস্ব প্রতিবেদক : স্বর্ণ চোরাচালানের মাধ্যমে বছরে প্রায় ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার (১৩ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাজুস নেতারা।

নেতারা বলেন, দেশে অবৈধভাবে আসা স্বর্ণের ২৫ শতাংশও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরে নেই।  অনেকটা নির্বিঘ্নেই চোরাচালানের বিপুল পরিমাণ স্বর্ণের চালান দেশে আসছে। একইভাবে পাচারও হচ্ছে। জুয়েলারি শিল্পের চলমান অস্থিরতা, সংকট ও চোরাকারবারিদের দৌরাত্ম্যসহ অর্থপাচার ও চোরাচালান বন্ধে কাস্টম ও আইন প্রয়োগকারী অন্য সংস্থাগুলোর জোরালো অভিযানের দাবিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণে গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত কড়া নজরদারি প্রয়োজন। এক্ষেত্রে বাজুসকে সম্পৃক্ত করে আইন প্রয়োগকারী সব দপ্তরের সমন্বয়ে স্বর্ণ চোরাচালানবিরোধী সেল গঠন করতে হবে।

তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের রক্ত-ঘামের ফসল বৈদেশিক মুদ্রার অপব্যবহার করে প্রতিদিন সারাদেশের জল, স্থল ও আকাশপথে কমপক্ষে ২০০ কোটি টাকার অবৈধ স্বর্ণালংকার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে। বছর শেষে এ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৩ হাজার কোটি টাকা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।