ক্রীড়া প্রতিবেদক: গত মাসে আবাহনীর কাছে ফেডারেশন কাপের ফাইনালে হেরে বসুন্ধরা কিংস পুড়েছিল স্বপ্নভঙ্গের বেদনায়। কিন্তু স্বাধীনতা কাপের ফাইনালে এবার আর তেমন অভিজ্ঞতায় পড়ল না দলটি। গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে প্রথমবার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে দেয় বসুন্ধরা কিংস। এর আগে ৯০ মিনিটের জমজমাট ফাইনাল ১-১ গোলে অমীমাংসিত থাকার পর অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ওই সময়ের পঞ্চম মিনিটে বদলি ফরোয়ার্ড মতিন মিয়ার দারুণ এক গোলে ট্রফি জয় নিশ্চিত হয় অস্কার ব্রুজোনের শিষ্যদের।
ম্যাচের শুরু থেকে বিরতির আগ পর্যন্ত গতকাল বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের। বেশি সময় নিজেদের পায়ে বল রাখাই শুধু নয়, মাঝ মাঠেও ছিল নীল জার্সির প্রাধান্য। কিন্তু কিছুতেই কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না দলটি। উল্টো ১৭তম মিনিটে প্রতিপক্ষের আচমকা আক্রমণ থেকে গোল হজম করে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস বাঁ পায়ের এক দারুণ শটে গোল করে এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে।
পিছিয়ে পড়ার পর আক্রমণের তেজ অনেক বাড়ে শেখ রাসেলের। তাদের সাজানো ও দ্রুতগতির অব্যাহত আক্রমণে কোণঠাসা বসুন্ধরা রক্ষনভাগ। ২৮ মিনিটে সুবিধাজনক জায়গায় বল পেয়েও রাফায়েল ওডোয়িন পা ছোঁয়াতে না পারায় একটি সুযোগ হয় হাতছাড়া হয় দলটির। পরের মিনিটেই সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করেন রাফায়েল। তার নেওয়া দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে শট গোলরক্ষক জিকো ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। এরপর ৪৩ মিনিটে আরও একবার বসুন্ধরাকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন তিনি। তবে বিরতির আগে অতিরিক্ত সময়ে ঠিকই সমতায় ফেরে রাসেল। রাফায়েল ওডোয়িনের ডান পায়ের নেওয়া প্রচণ্ড শট আর আটকাতে পারেননি গোলকিপার জিকো। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ। ৬৭তম মিনিটে তালগোল পাকিয়ে শেখ রাসেলকে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন ওডোইন। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের দেরিতে নেওয়া শট আটকান ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী। এদিকে ৭৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেক্স রাফায়েল দ্য সিলভার ক্রস জিকোর হাত ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পর দূরের পোস্টে থাকা ওডোইন টোকা দিতে ব্যর্থ হন। যে কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এবার অবশ্য আর ভুল করেনি বসুন্ধরা। অতিরিক্ত সময়ে পঞ্চম মিনিটে বদলি ফরোয়ার্ড মতিন মিয়ার দারুণ এক গোলে জয়ের দেখা পায় দলটি। এরপর প্রথমবার স্বাধীনতা কাপ জয়ের আনন্দে মেতে ওঠে বসুন্ধরা কিংস।

Print Date & Time : 5 July 2025 Saturday 5:23 pm
স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
স্পোর্টস ♦ প্রকাশ: