মুক্তা বেগম, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, শহীদ জিয়া ছিলেন একজন সৎ, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে তার ভূমিকা ছিল ঐতিহাসিক। স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান এবং যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তার নেতৃত্ব আজও আমাদের জন্য এক প্রেরণার উৎস।
আজ সোমবার (৩০ জুন) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম শীর্ষক এক বস্তুনিষ্ঠ ও প্রেরণাদায়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সততা এবং জনসেবামূলক নেতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ করতে শহীদ জিয়ার জীবনচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আদর্শ অনুসরণ করে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও সামরিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর নেতৃত্বগুণ, সাধারণ মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের ওপর আলোকপাত করেন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল তথ্যবহুল, প্রেরণাদায়ক এবং আবেগঘন। উপস্থিত দর্শক-শ্রোতারা শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।