স্বামীসহ ববি শিক্ষার্থীকে লাঞ্ছিত, উত্তাল ক্যাম্পাস

প্রতিনিধি, ববি: বহিরাগত এক বখাটের দ্বারা লাঞ্ছিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী৷ এই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মঙ্গলবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে চলাচলের সময় স্থানীয় বখাটে জয় এবং স্থানীয় লোকজন ওই ছাত্রী এবং তার স্বামীকে ইচ্ছাকৃতভাবে মারধর করে। লাঞ্ছনার শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬_১৭ বর্ষের শিক্ষার্থী। ঘটনার পরপরই জয় পালিয়ে যায়

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বরিশাল- পটুয়াখালী মহাসড়ক প্রায়  ১ঘন্টা অবরোধ করে রাখে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আস্থায় অবরোধ তুলে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান,ভুক্তভোগী আপু আমাদের বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী,প্রায় একশত মানুষের মাঝে তাদের দুজনকে মারধর করে জয় স্থানীয় বখাটে জয়।  এসময় এলাকার ইউপি মেম্বার সেটির ভিডির ধারণ করে ফেসবুক ছড়িয়ে দেয়, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গিয়ে ওই আপুকে উদ্ধার করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো.খোরশেদ আলম বলেন,আমরা খবর পেয়েই ক্যাম্পাসে আসি,আসামীকে ধরার জন্য ইতিমধ্যে পুলিশ প্রশাসন কাজ করছে৷

উল্লেখ্য, অভিযুক্ত জয় এর আগেও বিশ্ববিদ্যিলয়ের ছাত্রীদের উত্যাক্ত এবং লাঞ্ছনায় জড়িত ছিল বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন।