Print Date & Time : 12 September 2025 Friday 8:44 am

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল ইমরান গোবিন্দপুর গ্রামের জুড়ন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আল ইমরান গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফকরুলের বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাই?কেলযোগে তিন দুর্বৃত্ত এসে তাকে ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতা?লের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, পূর্বশক্রতার জেরে আল ইমরানকে তিন দুর্বৃত্ত শরীরের বিভিন্ন অংশে ধারালো রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশ কাজ করছে।