Print Date & Time : 27 July 2025 Sunday 9:59 am

স্মরণীয় বরণীয়

প্রখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নির্মল সেনের   ৯১তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত বিভাগের ঠিক আগে ১৯৪৬ সালে তার পুরো পরিবার বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে গেলেও নির্মল সেন এদেশে থেকে যান। তিনি ১৯৪৪ সালে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টিতে যোগদান করেন। ১৯৪৬ সালে তিনি বরিশালের বিএম কলেজে বিএসসির ছাত্র থাকাকালে রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। ১৯৬১ সালে জেলে বসেই তিনি বিএ পরীক্ষায় অংশ নেন ও কৃতকার্য হন। তিনি ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৪২ সালে নবম শ্রেণিতে পড়াকালে মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়’ আন্দোলনে অংশ নিয়ে স্কুল গেটে ১৬ দিন ধর্মঘট করার মাধ্যমে নির্মল সেনের রাজনৈতিক জীবনের শুরু। তিনি ১৯৪৪ সালে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টিতে (আরএসপি) যোগদানের মাধ্যমে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন। তিনি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন প্রতিষ্ঠা করেন। ১৯৬৯ সালে আদমজীতে শ্রমিক কৃষক সমাজবাদী দল নামে রাজনৈতিক দল গড়ে তোলেন। তিনি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে তোলা গণআন্দোলনে ভূমিকা রাখেন। তিনি গণতান্ত্রিক বিপ্লবী পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অতিথি শিক্ষক ছিলেন তিনি। নির্মল সেন কিশোর বয়সেই ‘কমরেড’ পত্রিকায় নিয়মিত লিখতে শুরু করেন। সাংবাদিক হিসেবে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক জেহাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় পত্রিকাতেও দায়িত্ব পালন করেন। তিনি কলাম লেখক ছিলেন। তার রচিত কয়েকটি প্রবন্ধ ও ভ্রমণকাহিনির গ্রন্থ আছে। তার লেখা গ্রন্থের মধ্যেÑ  ‘মানুষ’, ‘সমাজ ও রাষ্ট্র’, ‘বার্লিন থেকে মস্কো’, ‘পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান বাংলাদেশ’, ‘মা জš§ভূমি’, ‘লেনিন থেকে গর্বাচেভ’, ‘আমার জবানবন্দী’, ‘স্বাভাবিক

মৃত্যুর গ্যারান্টি চাই’, ‘আমার জীবনে’৭১-এর যুদ্ধ উল্লেখযোগ্য। তিনি ২০১৩ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

কাজী সালমা সুলতানা