Print Date & Time : 12 September 2025 Friday 6:20 am

স্মরণীয়-বরণীয়

প্রখ্যাত অভিনেতা, পরিচালক বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের আজ ৬৯তম জš§দিন। তার পুরো নাম আসাদুজ্জামান মোহাম্মাদ রাইসুল ইসলাম। তিনি ১৯৫৩ সালের ১৫ জুলাই ঢাকার পুরানা পল্টনে জন্মগ্রহণ করেন। কলেজিয়েট স্কুলে তার লেখাপড়া শুরু। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। রাইসুল ইসলাম আসাদ ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যোগ দেন। নাম লেখান সেসময়ের ঢাকার তরুণদের মুক্তিযোদ্ধাদের সংগঠন আরবান গেরিলা দল ক্রাক প্লাটুনে। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ২নং সেক্টরের অধীন একটি স্বতন্ত্র গেরিলা দল। আসাদ ২নং সেক্টরের মুক্তিযোদ্ধা হিসেবে বেশ কিছু সফল অভিযানে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি যুক্ত হন মঞ্চ নাটকের সঙ্গে। ১৯৭২ সালে রাইসুল ইসলাম আসাদ প্রথম অভিনয় করেন ‘আমি রাজা হব না’ এবং ‘সর্পবিষয়ক’ নামের দুটি মঞ্চ নাটকে। ১৯৭৩ সালে তিনি কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে গঠন করেন ‘ঢাকা থিয়েটার’। এরপর থেকে একের পর এক সাড়া জাগানো নাটকে অভিনয় করেন। অভিনয় করেছেন বহু টেলিভিশন নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকÑএইসব দিনরাত্রি, সংশপ্তক, হƒদয়ের ছবি, ১৯৭১ (টেলিফিল্ম), পৌষ ফাগুনের পালা, চিঠি আসে না ইত্যাদি। আসাদ নাটক পরিচালনাও করছেন। মঞ্চনাটক ছাড়াও  আসাদ  টেলিভিশন, বেতার  চলচ্চিত্রে অভিনয় করছেন। ১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু। অভিনয় করেছেন ৫০টির অধিক চলচ্চিত্রে। এর মধ্যে উল্লেখযোগ্য‘পদ্মা নদীর মাঝি’, ‘লাল দরজা’, ‘লালন’, ‘পতং’ (হিন্দি), ‘মনের মানুষ’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘ঘুড্ডি’, ‘একই বৃত্তে’, ‘উত্তরা’, ‘কীর্তনখোলা’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘দুখাই’, ‘লালসালু’, ‘মাটির পিঞ্জিরা’, ‘মৃত্তিকা মায়া’ ও ‘শিশুতোষ’, ‘গাড়িওয়ালা’ ইত্যাদি। চলচ্চিত্রের জন্য গানও গেয়েছেন। ২০১০ সালে তিনি ধারাবাহিক নাটক ‘আলো ছায়া’ পরিচালনা করেন। তিনি পদ্মা নদীর মাঝি, অন্যজীবন,  লালসালু, দুখাই, ঘানি ও মৃত্তিকা মায়ায় (মনোনীত) অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া একাধিকবার বাচসাস, আনন্দলোক, প্রযোজক সমিতি পুরস্কার এবং ভারতের সম্মানজনক ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসহ (এফজেএ) বহু সম্মাননা অর্জন করেন। ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

কাজী সালমা সুলতানা