Print Date & Time : 6 September 2025 Saturday 5:35 pm

স্মরণীয়-বরণীয়

বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক অরুণ মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯০৯ সালের ২ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন। অরুণ মিত্র ১৯২৮ সালে বঙ্গবাসী কলেজ থেকে আইসিএস পরীক্ষা ও ১৯৩০ সালে রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) থেকে ডিস্টিংশনসহ বিএ পাস করেন। এ সময় তিনি সংগীতের প্রতি অনুরাগী হন ও এর পাশাপাশি ফরাসি সাহিত্যের প্রতিও আকৃষ্ট হন। ভিক্টর হুগোর উপন্যাসের ইংরেজি অনুবাদে পড়ে তিনি ফরাসি ভাষা শিখতে শুরু করেন। ১৯৩০ সালে বিএ পাস করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ পড়া শুরু করেন। কিন্তু এমএ ফাইনাল পরীক্ষা দেয়ার আগেই তিনি আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। অরুণ মিত্র ১৯৩১ সাল থেকে ১৯৪২ সাল পযন্ত (১১ বছর)  আনন্দবাজার পত্রিকায় চাকরি করেন। সেখানে চাকরি করার সময়েই তিনি মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হন। পরে তিনি কিছুদিন ‘অরণি’ পত্রিকায় চাকরি করেন। অরুণ মিত্র ১৯৫২ সালে ফরাসি সরকারের আহ্বানে  প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরে ফরাসি সাহিত্যেও তিনি বিশেষ ডিগ্রি লাভ করেন। প্যারিস থেকে ফিরে তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপকের দায়িত্ব পালন করেন। অরুণ মিত্র উপমহাদেশের বামপন্থি রাজনৈতিক আন্দোলন এবং প্রগতিবাদী সাহিত্যধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।  ১৬ বছর বয়সে ‘বেণু’ নামে একটি কিশোর পত্রিকায় অরুণ মিত্রের প্রথম কবিতা প্রকাশিত হয়। তার মৌলিক কাব্যগ্রন্থগুলো হলোÑ ‘প্রান্তরেখা’, ‘উৎসের দিকে’, ‘ঘনিষ্ঠ তাপ’, ‘মঞ্চের বাইরে’, ‘শুধু রাতের শব্দ নয়’, ‘প্রথম পলি শেষ পাথর’, ‘শ্রেষ্ঠ কবিতা’ ইত্যাদি। ১৯৯০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অরুণ মিত্রকে সম্মানিত ডি. লিট উপাধিতে ভূষিত করে। ফরাসি ভাষা ও সাহিত্যে নিরন্তর গবেষণার জন্য ১৯৯২ সালে ফরাসি সরকার তাকে ‘লিজিয়ন অব অনার’ সম্মানে ভূষিত করে। তিনি ২০০০ সালের ২২ আগস্ট মৃত্যুবরণ করেন।

কাজী সালমা সুলতানা